রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর জেলা জাতীয় পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল গত কাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বুধবার বিকাল ৫টায় আলোচনা সভা ও ইফতার মাহফিল শহরের গনেশতলাস্থ চিলিস চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক আহম্মেদ শফি রুবেল এর পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি এ্যাড. নুরুল ইসলাম (১), এ্যাড. নুরুল ইসলাম (২), এ্যাড. আমিনুল হক পুতুল, মীর তৌহিদুল ইসলাম স্বপন, সাইফুল্লা চৌধুরী, কার্যকারী সদস্য আব্দুস সামাদ চৌধুরী, আবু বকর সিদ্দিক, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. জুলফিকার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. সুধীর চন্দ্র শীল, মনতেয়াজ আলম, মোতালেব হোসেন, সহকারী সাধারন সম্পাদক হাসান মোঃ নিজামুদৌলা মতি, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, ইদ্রিস আলী ইদন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক নাসিম খান পিরু, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, স্বাস্থ, পঃপঃ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম (মিলন), প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন এ দেশের যতটুকু উন্নয়ন হয়েছে তা জাতীয় পাটির আমলেই হয়েছে, জাতীয় পাটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদের বলিষ্ঠ ও দক্ষ নৃতৃত্বের বিকল্প এখনো তৈরী হয়নি। দেশের মানুষ পল্লীবন্ধু এরশাদকে পুনরায় ক্ষমতায় দেখতে পায়।

পরে হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ এর পরিচালনায় দোয়া ও মুনাজাত এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Spread the love