
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার রাত ৯টায় জিলাস্কুল প্রাঙ্গনে ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জেলা বই মেলা ২০১৪ এর সমাপনী ও সনদপত্র বিতরনী সম্পন্ন হয়েছে। জাতীয় গ্রন্থ কেন্দ্র ও জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি যাদুঘরের পৃষ্ঠপোষকতায় ২১-২৩ মার্চ পর্যন্ত ৩ দিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ এনামুল হক, জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহীন আক্তার, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান, কাহারোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাঃ আঞ্জুমান আরা বেগম, সাবেক প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোঃ গোলাম রসুল এবং গীতা পাঠ করেন সন্দীপ কুমার বসাক। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ হারুনুর রশিদ। বক্তব্য অনুষ্ঠান শেষে ৩ দিন ব্যাপী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে (বই মেলার ১৮টি স্টল ও বিজ্ঞান মেলার ২৫টি স্টল) সনদপত্র, পুরস্কার ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।