মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় যুব দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : সারা দেশের ন্যায় দিনাজপুর জেলাতেও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। ১ নভেম্বর শনিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু একাডেমী প্রাঙ্গনে গিয়ে সমাপ্তি হয়। শিশু একাডেমী অডিটোরিয়ামে জাতীয় যুব দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান তালুকদার। ‘‘লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই ’’ শে­vগানকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (মৎস্য) মোঃ মনোয়ারুল আলম। এছাড়াও আলোচনা সভায় সনদপত্র, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয় এবং সফল যুব ও যুব মহিলা কর্মী তাদের সফলতা তুলে ধরেন। র‌্যালীতে নেতৃত্ব দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক। র‌্যালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিষ্ট্রেশনকৃত সংগঠনগুলো অংশগ্রহণ করে।

Spread the love