বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : সারা দেশের ন্যায় দিনাজপুর জেলাতেও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জিলা স্কুল চত্বর থেকে জেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও সমবায় দিবসের বর্ণাঢ্য র‌্যালীতে প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ রুহুল আমিন নেতৃত্ব দেন। র‌্যালীতে অংশ নেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, জেলা সমবায় অফিসার মোঃ সেলিমুল আলম শাহিনসহ সমবায় বিভাগের রেজিষ্ট্রেশনকৃত বিভিন্ন সংগঠন সমূহ। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিলা স্কুল প্রাঙ্গনে গিয়ে সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় ইউনিয়ন লিঃ দিনাজপুর এর চেয়ারম্যান মিঃ ফাবিয়ান মন্ডল। ‘‘আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন হাবিপ্রবির কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক কৃষিবিদ ডঃ সাইফুল হুদা। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

 

Spread the love