
আব্দুর রাজ্জাকঃ
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর শনিবার দিনাজপুর শহরের একটি মিলনায়তনে উক্ত আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল হাই’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণফোরাম’র প্রেসিডিয়াম সদস্য এ্যাড. খতিব উদ্দিন আহমেদ। জে এস ডি জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম রববানী’র উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন রংপুর জেএসডি’র সভাপতি আমিন উদ্দিন বিএসসি, কাহারোল উপজেলার জাসদ নেতা আব্দুল খালেকসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা আগামী ৫ নভেম্বর ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় কর্মসূচী সাফল্য মন্ডিত করার লক্ষে বক্তব্য রাখেন।
প্রেরকঃ
আব্দুর রাজ্জাক
দিনাজপুর।