বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৪ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। ১৯ অক্টোবর রবিবার সকাল ৯টায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গন থেকে প্রধান অতিথি স্থানীয় সরকার দিনাজপুর’র উপ পরিচালক (উপ সচিব) মোঃ হামিদুল হক এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্তি হয়। র‌্যালীতে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আশা, ব্র্যাক, বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন বিরল এরিয়া অফিস, আরডিআরএস, দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়, দক্ষিন-উত্তর বালুবাড়ী ও বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লীশ্রী, সরকারি-বেসরকারী দপ্তর সমূহের কর্মকর্তা এনজিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ প্রায় ৫ শতাধিকেরও বেশী মানুষ অংশগ্রহণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় ‘‘স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি’’ প্রতিপাদ্য বিষয়ের শ্লোগানকে সামনে রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সরকার দিনাজপুর’র উপ পরিচালক মোঃ হামিদুল হক। আলোচনা সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুজার মোঃ মাছউদার রহমানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, সহকারী কমিশনার জোবায়ের রাশেদ, সহকারী কমিশনার তপতী বিশ্বাস, বিরল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ সমসের আলী, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদিন, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মহসিন আলী, প্ল্যানের ওয়াস কো-অর্ডিনেটর মোঃ রকিবুন আরেফিন, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ সায়হান আলী, আশা’র জোনাল ম্যানেজার মোঃ খলিলুর রহমান, বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন (পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প) বিরল এরিয়া অফিসের অর্গানাইজার সুদেব সরদার প্রমুখ।

 

Spread the love