
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৪ উদযাপন উপলক্ষে ১৯ অক্টোবর রবিবার ইনষ্টিটিউট প্রাঙ্গন থেকে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচী দিনাজপুরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিসি অফিসের গিয়ে শেষ হয়। র্যালীতে অংশ নেন জেলা ব্র্যাকের প্রতিনিধি ও ইউনিটি ফর এনজিওস দিনাজপুরের সহসভাপতি মোঃ মহসীন আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (ওয়াশ) মোঃ মামুন অর রশীদ, উপজেলা ম্যানেজার (ওয়াশ) মোঃ জিয়াউর রহমানসহ ব্র্যাকের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।