দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তারা মনোনয়নগুলো প্রত্যাহার করেন।
তারা হলেন- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে শাহিনূর ইসলাম শাহীন, দিনাজপুর-৩ (সদর) আসনে আহমেদ শফি রম্নবেল, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে আলীম হাওলাদার, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে অ্যাডভোকেট নূরম্নল ইসলাম ও দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে দেলোওয়ার হোসেন। তবে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ড.আনোয়ার চৌধুরী জীবন এখনও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।