সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নির্বাচনী সহিংসতা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী জামায়াত-শিবিরের ৭ নেতার্কীকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোম রম্নম জানায়, মঙ্গলবার ভোরে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ ইমরুল কায়েসের নেতৃত্বে এক অভিযানে একাধিক মামলার পলঅতক আসামী জামায়াত নেতা ঘোড়াঘাট পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মান্নান, জামায়াত নেতা মুক্তার হোসেন (৩৮) ও শিবির নেতা বাইজিদকে (২২) আটক করা হয়। এছাড়া মঙ্গলবার ভোরে চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে নির্বাচনী সহিংসতার মামলায় পলাতক আসামী জামায়াত নেতা শফিকুল ইসলাম (৪২) ও জাফরম্নল ইসলাম (৩৮), খানসামা থানা পুলিশ রায়হানুল ইসলাম (৩৫) ও আব্দুর রাজ্জাককে (৪২) আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।