
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিএনপি-জামায়াতের সরকার বিরোধী অবরোধের নামে নাশকতা কার্যক্রম, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক ১৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আদালতের একটি সূত্রে প্রকাশ, আজ রোববার দুপুরে দিনাজপুরের জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদের আদালতে খানসামা ও চিরিরবন্দর উপজেলার ১৩ জামায়াত-শিবির নেতাকর্মী ৪টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আটক জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মী আসামী খানসামা উপজেলার দেলোয়ার হোসেন (৪২), বেলাল আহমেদ (৩৮), জহুরুল হোসেন (৪৫), আসাদুজ্জামান (৩২), রফিকুল ইসলাম (৩৬), মঞ্জুরুল হক (৪৫), নুরুল হুদা (৪০), কলিম উদ্দীন (৪৮) এবং চিরিরবন্দর উপজেলার মোবারক হোসেন (৪৪), সাহেব আলী (৫০), আশরাফ হোসেন (৫২), শিবির নেতা সাইফুল ইসলাম (২৪) ও রবিউল আলম (২৫)কে বিকেলে কড়া পুলিশ প্রহরায় দিনাজপুর জেল কারাগারে প্রেরণ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আটক আসামীদের বিরুদ্ধে খানসামা ও চিরিরবন্দর থানায় পৃথক ৪টি মামলা রয়েছে। মামলাগুলো পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আসামী ১৩ জন জামায়াত-শিবির নেতাকর্মী পলাতক অবস্থায় আজ রোববার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আসামীদের বিরুদ্ধে গত জানুয়ারী মাসে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকান্ড, যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ ও জনজীবনে অস্বস্তিকর অবস্থার অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। আসামীরা পুলিশের গ্রেফতার এড়াতে পলাতক ছিল।