দিনাজপুর প্রতিনিধিঃ জামায়াতের ডাকা দ্বিতীয় দফা হরতালের দ্বিতীয় দিনে ভাংচুর ও বিস্ফোরন ঘটানোর অভিযোগে দিনাজপুরে ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৬০ জন জামায়াত নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মামলায়,শহর জামায়াতের আমীর তৈয়বসহ ২৮ জনের নাম উল্লেখ রয়েছে।
মামলার বিবরনে জানা যায়, দ্বিতীয় দফা হরতালের দ্বিতীয় দিন ৩ নভেম্বর সোমবার রাতে দিনাজপুর শহরস্থ মালদহপট্রি এলাকায় হরতালে জামায়াত-শিবিরের কিছু সদস্য হৃদয় বেকারীতে হামলা করে ভাংচুর চালায় ও বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে বালুবাড়ী পুলিশ ফাড়ির টি এস আই মোঃ নবিজ উদ্দিন ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৬০ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।