
অবিলম্বে কর্নেল তাহের (বীরউত্তম) কে জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী যুদ্ধাপরাধী, জঙ্গীবাদী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে জাসদের নেতা কর্মীদের স্বোচ্চার ভূমিকা রাখতে হবে। কর্নেল তাহেরের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং গণতন্ত্রের শত্রুদের চিহ্নিত করে এদেশকে লুটেরা, রাজাকার, যুদ্ধাপরাধীদের হাত থেকে মুক্ত করতে হবে।
গতকাল সোমবার খাজা নাজিমুদ্দিন হলরুমে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ, দিনাজপুর জেলা শাখা আয়োজিত ৩৮ তম কর্নেল তাহের (বীর উত্তম) দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদ দিনাজপুর শাখার সভাপতি এ্যাডঃ ইমামুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাডঃ লিয়াকত আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুল হক রাজুল। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা মোঃ শহিদুল ইসলাম শহিদুল্লাহ, এ্যাডঃ নাজমুল হক, সাংস্কৃতিক ঐক্যজোটের আহবায়ক সুলতান কামাল বাচ্চু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইন্দ্রজিৎ রায় অনিক।