দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে কেক কেটা হয়। জাসাস দিনাজপুর জেলা শাখার সভাপতি আখতারুজ্জামান আখতার’র সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহমেদ, সহ-সভাপতি মোঃ রম্নহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও শেখপুরা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবু চৌধুরী, জাসাস কোতয়ালী শাখার আহবায়ক মোঃ হুমায়ূন কবির আনাফ, যুগ্ম আহবায়ক মোঃ এমদাদুল হক, পৌর শাখার সভাপতি প্রভাষক ড. রেহানা বানু, সহ-সভাপতি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিউর রহমান আমিনসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিনাজপুরে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Please follow and like us: