বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে জেএমবি মামলার ২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন-জেএমবি এহসার সদস্য শহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়। বিচারক এজাহারকারীসহ ২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে পরবর্তী তারিখ ৩ আগস্ট অপর ৪ জন সাক্ষীকে আদালতে হাজির হতে সমনজারীর আদেশ প্রদান করেন।
আদালতের একটি সূত্রে প্রকাশ, আজ সোমবার দিনাজপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম এর আদালতে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গী সংগঠন-জেএমবি’র এহসার সদস্য শহিদুল ইসলাম (৫৮)কে দুপুর ১২টায় আদালতে হাজির করা হয়। মামলার অপর গ্রেফতারকৃত ২ আসামী উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার রফিকুল ইসলাম ওরফে জোবায়ের ওরফে রাসেল ওরফে জসিম (৩০) ও এহসার সদস্য শাহিন হোসেন (২৯) গ্রেফতার হয়ে ঢাকা কাশিমপুর কারাগারে অপর মামলায় আটক থাকায় তাদেরকে আদালতে হাজির করা হয়নি। এই মামলার অপর ১জন আসামী সোহেল মাহফুজ ওরফে তুহির মামলা দায়েরের পর থেকে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচার কাজ চলছে।
পুলিশ অভিযোগপত্রের তালিকাভুক্ত ওই ৪ আসামীর বিরুদ্ধে সন্ত্রাস ও অস্ত্র আইনে আদালতে অভিযোগ পত্র দাখিল করলে বিচার কাজ শুরু হয়। এই চাঞ্চল্যকর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন আজ সোমবার ধার্য ছিল। হাজতে আটক ৩ জন আসামীর মধ্যে ১ জন শহিদুল ইসলামকে দুপুর ১২ টায় আদালতে হাজির করা হয়।
পলাতক আসামী জেএমবি’র এহসার সদস্য ও বর্তমান জেএমবি’র ভারপ্রাপ্ত আমীর সোহেল মাহফুজ ওরফে তুহিরকে গ্রেফতার করতে ইতিপূবেই বিচারকের আদেশে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে দেশের সকল থানায় হুলিয়া গ্রেফতারী পরওয়ানা জারী করা হয়েছে। ধার্য তারিখে মামলার সাক্ষী এসআই সাজ্জাদ হোসেন ও কনষ্টেবল মাহমুদুর রহমান সাক্ষী দেয়ার জন্য আদালতে হাজিরা দেন। দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আগামী ৩ আগষ্ট এই মামলার অপর ৪ র‌্যাব সদস্যকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার জন্য র‌্যাব সদর দপ্তরের মাধ্যমে সমনজারী করার আদেশ দেয়া হয়েছে। বিকেলে আটক ১ জন আসামী শহিদুলকে কড়া পুলিশ পাহাড়ায় দিনাজপুর জেল কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ গত ২০০৮ সালের ৩ ডিসেম্বর সন্ধ্যায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্প-৫ এর অভিযানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের কোরবান আলীর পুত্র জেএমবি’র এহসার সদস্য শহিদুল ইসলাম (৫৫)’র বাড়ী তল¬াশী করে বিপুল পরিমান বোমা তৈরীর উপকরণ, জেহাদী বই, লিফলেট, গামবুটসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত শহিদুলের স্বীকারোক্তি অনুযায়ী রাজশাহী বিভাগের জেএমবি’র সামরিক কমান্ডার নীলফামারী সদর উপজেলার সুখধনডাঙ্গা গ্রামের মোর্তুজা আলীর পুত্র রফিকুল ইসলাম ও সহযোগী শাহিন ও মাহাফুজ উদ্ধারকৃত আলামতগুলো গ্রেফতারকৃত শহিদুলের বাড়ীতে রেখে গেছে। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের হাতে রফিকুল এবং গত ২০১১ সালের ডিসেম্বর মাসে ঢাকা সাভারে র‌্যাব সদস্যদের হাতে এহসার সদস্য শাহিন হোসেন গ্রেফতার হলে পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার করে।