সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জেলা ইনোভেশন সার্কেল অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার

মোঃ ইউসুফ আলী ॥ নাগরিক সেবায় উদ্ভাবন-সেবা বান্ধব প্রশাসন শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলা ইনোভেশন সার্কেল দিনাজপুর। ২০ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞার প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিক ইমাম, এডিএম মোঃ গোলাম রাব্বি প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে তাদের নিজ নিজ কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে সরকারী পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ১৩টি উপজেলার ইউএনও ও এসিল্যান্ডবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।