
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসকের ১নং সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ড’র নব নির্বাচিত জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিক গজনবীকে দায়িত্বভার অর্পণ করেছেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নম্বরঃ মুবিম/বামুস/নিক-০২/২০১৪/১১৬৪, তারিখঃ ২৩ জুন ২০১৪ খ্রিঃ মোতাবেক ৩০ জুন সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের ১নং সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ড’র নব নির্বাচিত জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিক গজনবী জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর কাছ থেকে অফিসিয়ালী দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, ডেপুটি কমান্ডার মোঃ সাইদুর রহমান, আব্দুল জলিলসহ ১৭ সদস্য বিশিষ্ট নির্বাচিত সকল কমান্ডারবৃন্দ।