শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

DC Thotoমোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা বলেছেন জেলা, উপজেলা এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র ওয়েবসাইটের মাধ্যমে স্বউদ্যোগে তথ্য প্রকাশের কাযক্রম গ্রহন করেছে। একইভাবে জনগণ স্বপ্রণোদিত হয়ে আবেদন করে তথ্য সংগ্রহ করতে পারছে। রাষ্ট্রে সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং আর্থ-সামাজিক উন্নয়নে তথ্য অধিকার আইনের গুরুত্ব আজ আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত।

২৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৪ উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। র‌্যালিতে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন পারভেজ, এনডিসি মোঃ তমাল হোসেন, সহকারী কমিশনার মোছাঃ আফরোজা খাতুন, মোছাঃ ওয়াহিদা খানম, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Spread the love