
মোঃ ইউসুফ আলী ও মিজানুর রহমান মিজান, দিনাজপুর থেকেঃ দিনাজপুর জেলা বিএনপি’র অংগসংগঠন সমূহের যৌধ আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই শুক্রবার দিনাজপুর ষ্টেশন ক্লাব চত্তরে জেলা বিএনপি সহ অংগসংগঠন সমূহের যৌথ আয়োজন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু। পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সিরাজ আলী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিঞা, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পাভেল, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুরুল হক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান চৌধুরী খোকা, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আনম বজলুর রশিদ কালু, জেলা যুবদলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মোস্তফা কামাল মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুর রাজ চৌধুরী, জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক সাবিবর হোসেন লাল, পৌর মহিলা দলের আহবায়িকা ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা মুক্তিযোদ্ধা দলের মোঃ কামরুজ্জামান, জেলা ওলামা দলের সহ-দপ্তর সম্পাদক ফজলুল করিম প্রমুখ। ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি, কোতয়ালী বিএনপির সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ছাড়াও উক্ত দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপি সহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তাঁতী দলের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম ও পৌর ছাত্র দলের সভাপতি নূর আলম। ইফতারের পূর্বে দেশ ও জাতীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।