দিনাজপুর প্রতিনিধি : মৌসুমি বায়ুর সক্রিয়তায় প্রবল বর্ষণে দিনাজপুর শহরের অধিকাংশ এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গত শনিবার রাত থেকে বেলা ৩টা পর্যমত্ম টানা বর্ষণে পানি জমে ডুবে গেছে শহরের অধিকাংশ রাসত্মা-ঘাট। অনেক এলাকায় বাসা-বাড়ির নিচতলা ও দোকানে পানি ঢুকে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।
বৃষ্টির পানি জমে যাওয়া এলাকার মধ্যে রয়েছে শহরের লালবাগ, রামনগর, বাঙ্গীবেচা ঘাটসহ আশপাশের এলাকার নিম্নাঞ্চল। এছাড়া শহরের ভিতরে ড্রেনগুলো ময়লা জমে ভরে যাওয়ায় এসব ড্রেনে উপচে পড়ে শহরের অনেক রাসত্মা-ঘাট পানিতে তলিয়ে গেছে।
এদিকে শহরের সব চেয়ে বড় দু’টি ক্যানেল ঘাঘড়া ও গিরিজা ক্যানেল দখল হয়ে ভরে যাওয়ায়
এ ক্যানেল দু’টি ক্যানেলের উপর দিয়ে পানি শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।