সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকটারের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে ট্রাকটারের চাকায় পিষ্ট হয়ে মোঃ জামান (৩৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

মোঃ জামান দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর  গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে।

রবিবার সন্ধ্যা ৭ টার সময় শহরের ঈদগাহ আবাসিক এলাকায় শিশু পার্কের সামনে এই দূর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালী থানার এস আই দীপেন জানান, ইফতারির পূর্ব মুহুর্তে মোঃ জামান মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে বাড়ী যাচ্ছিলেন। পথে দিনাজপুর শিশু পার্কের সামনে তিনি একটি বাই সাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তার উপরে পড়ে  যান। এ সময় একটি দ্রুতগামী ট্রাকটার তার উপর তুলে দিলে তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটারটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Spread the love