শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকের চাপায় ২ জন নিহত

তারিক আবেদীন (দিনাজপুর): দিনাজপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ২ ভটভটি যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আরো কমপক্ষে ৮ জন আহত। আহতদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে, এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিহতরা হলেন  বাবু (২২) এবং সাত্তার (৩৫)। বৃহস্পতিবার (২২শে আগষ্ট) সকাল সারে ১১টার দিকে দিনাজপুর দশ মাইল মহাসড়কের গোপালগঞ্জ নামক স্থানে এ ঘটনা ঘটে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. খালেকুজ্জামান জানান, শহরের রেল বাজারের উদ্দেশ্যে একটি গরু বোঝাই ভটভটি নসিমন আসছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক অপর একটি গাড়ীকে পাশকাটাতে গিয়ে গরু বোঝাই ভটভটি নসিমনের উপরে উঠে পড়ে। এসময় দুমড়ে মুচড়ে যায় গরু বোঝাই ভটভটি নসিমনটি। এতে ঘটনাস্থলেই ৩টি গরু মারা যায়। হাসপাতালে নেয়ার পর বাবু ও সাত্তার নামের দুইজন মারা যায়।