
মো: আলী আকবর, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ট্রাকের চাপায় মোঃ মাজেদুর রহমান (৪৫) ও মোঃ সাজ্জাদ হোসেন (২৫) নামে দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোঃ মুনছের আলী (৫২)নামে আরও এক মটর সাইকেল আরোহী।
নিহত মাজেদুর রহমান ও আহত মুনছের আলী চিরিরবন্দর উপজেলার ভিড়াইল ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের মৃত অবাইদুর রহমানের পুত্র। এবং নিহত মোঃ সাজ্জাদ হোসেন একই গ্রামের মোঃ আবসার আলীর পুত্র।
শনিবার দুপুর ২টায় সদর উপজেলার দিনাজপুর ফুলবাড়ী সড়কের কাউগাঁ মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার এসআই বিশ্বনাথ দাশ গুপ্ত জানান, দুপুর ২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী দেখে মটর সাইকেল যোগে ৩জন মিলে বাড়ী যাওয়ার পথে সদর উপজেলার কাউগাঁ মোড়ে পিছন থেকে অপর একটি মটর সাইকেল ধাক্কা দিলে নিয়ন্ত্রয় হারিয়ে মোঃ মাজেদুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ মুনছের আলী পাকা সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে মাজেদুর রহমান নিহত হন। পথচারীরা মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ মুনছের আলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করে।
কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।