বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৩। আহত ২

Chirirbandarমো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা আরোহী ৩ জন নিহত ও অপর ২ আরোহী আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, দিনাজপুর শহরের নিউ টাউন এলাকার মৃত নিজাম উদ্দীনের ছেলে মোসত্মাফিজুর রহমান মোস্তফা (৫৫), বড়বন্দর এলাকার নিয়তী (৬০) ও মৃত আরাফাত আলী ছেলে আকরাম হোসেন (৪৬)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দিনাজপুর-চিরিরবন্দর সড়কের সদর উপজেলার মাদারগঞ্জ ব্রীজের নিকট এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহতরা হচ্ছেন-ফজলুল হক (২৭) এবং মহসীন আলী (২৭)। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী একটি অটোবাইক চিরিরবন্দরের দিকে যাওয়ার সময় দিনাজপুর-চিরিরবন্দর সড়কের সদর উপজেলার মাদারগঞ্জ নামকস্থানে বিপরীতমুখী একটি বালুভর্তি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোবাইকের ২ যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৩জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নিয়তি মুখার্জী (৩২) মারা যায়। দূর্ঘটনার পর ফায়ার সাভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love