দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্র্ষে অটো চালক শামসুল ইসলঅম বল্টুসহ (৩৫) ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরে অদূরে দিনাজপুর-দশমাইল সড়কের বটতলী ট্রাক টার্মিনালের পাশে মাল বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক হতে আসা একটি অটো রিক্শার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ধুমড়ে-মুছড়ে যায়। এ সময় অটো চালক শামসুল ইসলাম বল্টুসহ অটোরিকশার ৩ আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত অটো রিকশা চালকের বাড়ী সদর উপজেলার শিবরামপুর গ্রামে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এ ইউনিটের রেজিষ্টার ডাঃ তারেক আহমেদ জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।