
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ট্রেনের ধাক্কায় মোঃ আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি দিনাজপুর সদর উপজেলার শেখপুরা রেল লাইন এলাকার মৃত মোঃ শহীদের পুত্র।
রবিবার ভোর ৫টায় নিজবাড়ীর সামনে ট্রেনের ধাক্কায় তিনি আহত হলে সকাল ৮টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীয় অবস্থায় মৃত্যু বরণ করেন।
কোতয়ালী থানার এসআই বিশ্বনাথ গুপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মজিদ মানসিক রোগী ছিলেন।