বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক আহত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের ফুলবাড়ী বাস স্ট্যান্ড রেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক আব্দুর রহমান গুরুত্বর আহত হয়েছে। আহত ট্রাক চালককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, দিনাজপুর থেকে বিরামপুর গামী একটি ট্রাক ছেড়ে যাওয়ার পথে ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে কাছে আটকে যায়। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী সেভেন আপ ট্রেনটি বৃহস্পতিবার সাড়ে ৯টার সময় দিনাজপুর শহরের নিকট ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে পৌছালে রেল লাইনের উপর আটকে থাকা ট্রাকটিকে দুমড়ে মুচড়ে দিয়ে ট্রেনটি চলে যায়। ট্রাকের চালক আব্দুর রহমান ট্রাক হতে লাফ দিয়ে নামতে গিয়ে আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকটিকে উদ্ধার করে। এই দুর্ঘটনায় দিনাজপুর-পার্বতীপুর সড়কে প্রায় ১ ঘন্টা রেল চলাচল বন্ধ থাকে।

 

Spread the love