বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে শিশু কন্যাকে রেল লাইনে রেখে গৃহবধুর আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের চিরিরবন্দরে শিমরাতুল নামে চার মাস বয়সী শিশু কন্যাকে রেল লাইনে রেখে মোছাঃ খাদিজা পারভীন (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যা।

নিহত খাদিজা চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট এলাকার সামিউল হোসেনের মেয়ে। তবে তার স্বামীর নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পার্বতীপুর থেকে দিনাজপুরগামী ডেমো ট্রেনটি চিরিরবন্দর স্টেশনে পৌঁছানোর সময় এই ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ওসি মো: আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূ তার শিশু কন্যাকে রেল লাইনের পাশে বসিয়ে রেখে ডেমো ট্রেনের সামনে লাফ দেয়। এতে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। লোকমুখে আমরা মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে শুধু মাত্র মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।

Spread the love