
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ডাকাত সন্দেহে ছুরিসহ ৩ যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
ওই যুবকরা হলেন, সদর উপজেলার পাঁচপুর সাহাপাড়া গ্রামের মোঃ শামসুউদ্দিনের পুত্র মোঃ আরিফুল ইসলাম (২১), রাজবাড়ী এলাকার আবুল হোসেনের পুত্র মোঃ শামীম (২২) এবং চকরামপুর গ্রামের শ্রী তারাপদ রায়ের পুত্র শ্রী শেখকালিয়া (২১)।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে।
কোতয়ালী থানার ওসি মোঃ আলতাফ হোসেন ৩ যুবক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।