
এমআর মিজান ॥ প্রযুক্তির ছোয়ায় প্রতিনিয়ত বদলে যাচ্ছে পৃথিবী। বদলে যাচ্ছে যোগাযোগের ধরন। একসময় যা কল্পনা মনে হতো এখন তা খুব সহজেই হাতের মুঠোয়। তথ্য আদান প্রদান ও সংরক্ষণে পরিবর্তন এসেছে দ্রুতলয়ে। তথ্য এখন শুধুমাত্র তথ্য নয় সম্পদও বটে। একসময় গণস্বাক্ষরতা অভিযান দেশ জুড়ে জরিপ করে শিক্ষা কার্যক্রম বাস্তবায়নকারী এনজিও সমুহের শিক্ষা বিষয়ক তথ্য ম্যানুয়ালি তথ্য সংরক্ষণ করত। পরবর্তীতে তা কম্পিউটারে সংরক্ষণ করা হতো। আর এখন এগিয়ে যাওয়ার পৃথিবীর সঙ্গে সমন্বয় করে ডাটাবেসটি অনলাইনে সংরক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে সবাই নির্ভূলভাবে অনলাইনে তথ্য আদান-প্রদান করতে পারবেন।
গতকাল সোমবার সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে “শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে এনজিও সমূহের ডাটাবেস ও ডিরেক্টরি হালনাগাদকরণ কার্যক্রম” শীর্ষক এক কর্মশালায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। দিনাজপুর বিএসডিএ ও ঢাকা গণসাক্ষরতা অভিযান আয়োজিত ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন দিনাজপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার। দিনাজপুর বিএসডিএ চেয়ারম্যান ড. মুহম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও এডমিনিসট্রেটিভ অফিসার ধর্ম নারায়ন বিশ্বাসের সঞ্চালনায় এতে কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন ঢাকা গনসাক্ষরতা অভিযানের ডেপুটি ম্যানেজার মোঃ আব্দুর রউফ, মাল্টিমিডিয়ায় সংগঠনের অনলাইন ডাটা এন্ট্রি ও ব্যবস্থাপনা বিষয়ক বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার বেনজির শাহ শোভন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুর রহমান সরকার। কর্মশালায় বক্তব্যের উপরে মুক্ত আলোচনা ও হাতে কলমে অনুশিলন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা জানান, গণসাক্ষরতা অভিযান বাংলাদেশে মৌলিক শিক্ষা ক্ষেত্রে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা, গবেষক, শিক্ষক সংগঠনসহ সহস্রাধিক সংগঠনের প্রাতিষ্ঠানিক জোট হিসেবে কাজ করছে। বাংলাদেশে শিক্ষা কার্যক্রমের বাস্তবায়নকারী বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর শিক্ষা কার্যক্রমের বিস্তারিত তথ্য সম্বলিত ডাটাবেস তৈরি ও ডিরেক্টরি প্রকাশ করা গণসাক্ষরতা অভিযান- এর অন্যতম কাজ। এই কার্যক্রমের অংশ হিসেবে ১৯৯২, ১৯৯৫, ২০০৪, ২০০৬ ও ২০০৯ সালে দেশব্যাপী জরিপের মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর শিক্ষা কার্যক্রমের ওপর ডাটাবেস তৈরি করা হয়। পরবর্তীতে এই ডাটাবেস এর তথ্য নিয়ে এনজিও ডিরেক্টরিও প্রকাশ করা হয়, যা দেশ ও বিদেশে ব্যাপক সমাদৃত হয়েছে। উপর্যুক্ত কাজের ধারাবাহিকতায় উল্লেখিত ডাটাবেস হালনাগাদ (ঁঢ়ফধঃব) করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ২০১৪ আগস্ট মাস থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত দেশব্যাপী সরেজমিনে জরিপ করা হয়। এই জরিপে সারাদেশে মোট ৯৩৯টি সংগঠন থেকে শিক্ষা কার্যক্রম বিষয়ক তথ্য সংগ্রহ করা হয়েছে। ২০টি ক্লাস্টার থেকে অনলাইনে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ৯৩৮টি সংগঠনের সংগৃহিত সকল তথ্য অনলাইন ডাটাবেসে আপলোড করা হয়েছে। বক্তারা বলেন আমরা আশা করছি সকলের সক্রিয় সহযোগিতায় একটি ফলপ্রসু ও কার্যকর অনলাইন ডাটাবেস তৈরি করা সম্ভব হবে।