শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে তৈরি হচ্ছে অ্যানিমেশন তৈরির প্রতিষ্ঠান

মহান ভাষা আন্দোলন এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর ৪৫ মিনিটের ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন ছবি তৈরির ঘোষণা দিয়েছেন দিনাজপুরের তরুণ শাহ্‌ মোহাম্মদ মোকাররম হোসেন। একই সঙ্গে ‘থান্ডার সোর্ড ব্লু রে থ্রিডি অ্যানিমেশন কোম্পানি’ চালুর ঘোষণাও দেন মোকাররম। মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সম্মেলনে তাঁর বাবা মো. মোশাররফ হোসেন এবং মা মোসাম্মৎ মুশফেকা খাতুন উপস্থিত ছিলেন।AQUA010

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ্‌ মোকাররম হোসেন আশা প্রকাশ করেন, অ্যানিমেশন ছবি তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর কোম্পানি স্থান করে নেবে। দিনাজপুরের বালুবাড়ী এলাকায় নিজের বািড়তে কম্পিউটার এবং থ্রিডি মনিটরে তিনি অ্যানিমেশন তৈরি করে থাকেন। এর আগে শনি গ্রহের ওপরে দুই মিনিটের এবং ফুটবল ড্রিবলিংয়ের ৩০ সেকেন্ডের অ্যানিমেশন তৈরি করেছেন বলে জানান তিনি। মোকাররম হোসেন ইউনিভার্সিটি অব লন্ডনের ইন্টারন্যাশনাল একাডেমিতে ‘কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম’ বিষয়ে স্নাতক কোর্স করছেন।

Spread the love