
মোঃ ইউসুফ আলী দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে সম্পন্ন হয়েছে তিনদিন ব্যাপী (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) কৃষি প্রযুক্তি মেলা-২০১৪। ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি) এর ব্যবস্থাপনায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি দিনাজপুর ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার। সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ মমতাজ সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার সুধেন্দ্র নাথ রায়, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাতলুবর রহমান, বিএডিসি দিনাজপুরের (এএসসি) উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, হটিকালচার সেন্টার দিনাজপুরের উপ-পরিচালক কে.এম নুরুল আমিন, এডিপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার মিঃ রোলেন্ড গমেজ, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, ফজলার রহমান প্রমুখ। তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলায় প্রায় ৫০টি স্টল ও মালিকদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের উপহার ও সনদপত্র প্রদান করা হয়।