দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ ১২ ঘন্টা পর শনিবার রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। জাতীয় গ্রীডে বিপর্যয়ের কারণে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
জাতীয় গ্রীডে বিপর্যয়ের কারণে বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিট বন্ধ হয়ে যায়। রাতেই জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ পাওয়ার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটের মধ্যে একটি ইউনিট চালুর চেষ্টা করা হয়।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী সুরত চন্দ্র ভাদুরী জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটের বয়লারের পানি প্রচন্ড গরম রয়েছে। এই পানি নির্দিষ্ট তাপ মাত্রায় না আসলে দু’টি ইউনিট চাল করা যাবে না। তবে রবিবার সন্ধ্যা নাগাদ একটি ইউনিট চালু হতে পারে বলে তিনি জানান।