বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে দুই শিক্ষকের কারাদন্ড

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার উথাইল উচ্চ বিদ্যালয়ে জেডিসি পরীক্ষায় শিক্ষর্থীদের নকল সরবরাহের অভিযোগে মোঃ আব্দুর রাজ্জাক (৩৪) এবং মোঃ মাহবুব রশিদ (৩৫) নামে দুই শিক্ষককের ১ বছর বিনা শ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

দুপুর ১টায় দিনাজপুর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।

 

 

দন্ডপ্রাপ্ত মোঃ আব্দুর রাজ্জাক সদর উপজেলার স্বরস্বতীপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র এবং খানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মোঃ মাহবুব রশিদ সংগাপ্রসাদ গ্রামের মোঃ নাজিম উদ্দিনের পুত্র এবং সালকি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

কোতয়ালী থানার ওসি মো.আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love