শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে দুস্থ্য প্রতিবন্ধীদের মাঝে সেমাই চিনি বিতরন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিশিষ্ট্ চিকিৎসক ও অনন্যা সংস্থার উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেছেন, গরীব-ধনীর ভেদাভেদ ভুলে গিয়ে সবার জীবনে আসুক ঈদের আনন্দ। প্রতিটি মানুষ আল­াহর শ্রেষ্ট সেরা জীব। যে কোন কারনেই হোক মানুষ প্রতিবন্ধী হয়ে যায়। আমাদের সাথে তারাও একই ভাবে আনন্দ করুক। আমরা সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই।

বৃহস্পতিবার অনন্যা সংস্থা আয়োজিত সংস্থা প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংস্থার কর্মকর্তা কর্মচারী এবং নির্বাহী পরিষদের আর্থিক সহযোগিতায় প্রতিব্ছরের ন্যায় এবারও প্রতিবন্ধী, দুস্থ্য ও প্রবীন নারী-পুরুষদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি জাহানারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডাব দিনাজপুর চেপ্টারের সভাপতি মোঃ মোজাফফর হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি বিলকিস আরা বেগম, কোষাধ্যক্ষ তাইয়েবা আফ্রিন, সদস্য লুৎফর নেগার, হুমায়ুন কবীর, মোঃ তাজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান আসাদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ রবিউল ইসলাম।