মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ধান চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের অটো রাইস মিলের ডায়ারে ধান লোড দেয়ার সময় দুর্ঘটনায় মোঃ তৈমুজ আলী (৪৮) এবং  আব্দুস সালাম (৪২) নাামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে পুলহাটের বিসিক এলাকার নূর আলমের ইনশাল্লাহ অটো রাইস মিলে এ ঘটনা ঘটেছে।

নিহত মোঃ তৈমুজ আলী দিনাজপুর সদর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা মোঃ আলী মুদ্দিনের ছেলে এবং আব্দুস সালাম একই এলাকার বাসিন্দা।

ইনশাল্লাহ অটো রাইস মিলের ম্যানেজার বাবু জানান, অটো মিলের ডায়ারে ধান লোড দেয়ার সময় দুর্ঘটনায় তৈমুর আলী ও আব্দুস সালাম নামে দুইজন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

কোতয়ালী থানার এসআই আশরাফ আলী  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।