সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন ও স্বারকলিপি

আব্দুর রাজ্জাক : কেন্দ্রীয় ঘোষিত সারাদেশের ন্যায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন দিনাজপুর জেলা শাখা। গতকাল বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন পালন করেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম’র নিকট স্বারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।

মানববন্ধনে নিজেদের দাবির পক্ষে বক্তব্য রাখেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোকারম হোসেন।

বক্তারা বলেন, সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে আমরা দীর্ঘ অর্ধ যুগের বেশি সময় ধরে নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে আসছি। আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকে আহতও হয়েছেন। শিক্ষামন্ত্রী কয়েক দফা আশ্বাস দিলেও সেটি অজ্ঞাত কারণে বাস্তবায়ন হয়নি।

বক্তারা জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ বিষয়ক পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ অর্জন ও আইসিটি খাতে টেকসই উন্নয়নে গুরম্নত্বপূর্ণ অবদান রাখায় অভিনন্দন জানিয়ে তাকে শিক্ষাক্ষেত্রের উন্নয়নে তাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান।

তারা বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার শিক্ষাবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে দৃষ্টামত্ম স্থাপন করেছেন। এছাড়া আরও অনেক উন্নয়ন করেছেন শিক্ষা ক্ষেত্রে। আমরা যেসব প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি সেসব প্রতিষ্ঠান নন-এমপিও অবস্থায় থাকায় আমরা সরকারের উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত থাকছি। মানববন্ধনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা শাখার সহ সভাপতি গোলাম মোস্তফা, এহসানুল হক পলাশ, অর্থ সম্পাদক রমজান আলী, সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল­vহ কাফী, সাখাওয়াত হোসেন প্রমুখ।DINAJPUR DC. MANOBBONDHON