
শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মারধরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য শিবরী সাদিককে জড়িত অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নবাবগঞ্জ,হাকিমপুর,বিরামপুর ও ঘোড়াঘাট আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
দিনাজপুর প্রেসক্লাবে আজ শনিবার দুপুরে এ সংবাদ সম্মেলনে বিরামপুর উপজেলা আওযামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক খায়রম্নল আলম রাজু, হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মফাজ্জল হোসেন প্রধান,সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন সহ ৪ উপজেলার দলীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদে জানানো হয়, ১৫অক্টাবর দৈনিক সমকল পত্রিকায় ‘‘এমপি শিবলী সাদিককে বয়কট স্থানীয় প্রশাসনের’’ প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট বলে তারা দাবী করেন। বলেন, আমরা সরজমিনে নবাবগঞ্জে গিয়ে বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে আলাপ করে জেনেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়াদ ফরহাদ হোসেন এবং উপজেলা চেয়ারম্যান (উপজেলা জামায়াতের আমীর) নূরে আলম সিদ্দিকী মোটা অংকের টাকার বিনিময়ে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে নিয়োগের জন্য ৯০ জনের কাছে উৎকোচ গ্রহন করেছে। কিন্তু ৩৯ জন জামায়াত ক্যাডারদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে।
নিয়োগ বঞ্চিতরা পরে টাকা ফেরত চাইতে গেলে ১ অক্টোবর অনাকাংখিত ঘটনা ঘটে। ইএনও প্রহারের শিকার হয়। কিন্তু একটি বিশেষ মহল ইউএনওকে প্রহারের নেপথ্যে সংসদ সদস্য শিবলী সাদিকে দায়ী করলেও তা সত্য নয়।&ওই চক্রটি হীন উদ্দেশ্য চরিতার্থের জন্য কুট কৌশল চালছে বলে দাবী নেতৃবৃন্দের।
এদিকে এ বিষয়ে ইউএনও সৈয়াদ ফরহাদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারতে ১৫ দিনের শিক্ষা সফর ছুটি শেষে ১ লা অক্টোবর বুধবার তিনি নবাবগঞ্জে যোগদান করেন।তার কার্যালয়ে গিয়ে বসার কিছুক্ষণ পরেই অতর্কিত হামলার শিকার হন। পরে জানতে পারেন যে, গত মার্চ মাস থেকে বন্ধ থাকা ৩৯ জন নৈশ্য প্রহরীর বেতন ছাড়ের জন্য গত বুধবার শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ব্যাংকে বিলের কাগজ জমা দিয়েছেন। তার নির্দেশেই শিক্ষা কর্মকর্তা নৈশ্য প্রহরীর বিলের কাগজ জমা দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ার গুজবে তার উপর হামলা হয়েছে।তিনি বলেন,প্রহরীদের বেতন ছাড় করতে তার অনুমোদন বা নির্দেশের কোন বিষয় নেই।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম দাবী করেন গত ১৪ আগষ্টের শিক্ষা কমিটির সিদ্ধামত্ম এবং উপজেলা পরিষদের চেয়াম্যান ও শিক্ষা কমিটির সভাপতির লিখিত নির্দেশ ও উর্দ্ধতন কর্তৃপক্ষের মৌখিত নির্দেশে নৈশ প্রহরীদের বিল জমা দিয়েছেন তিনি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী জানান, ১৪ আগষ্টের শিক্ষা কমিটির সভা ডাকা হলেও কোরাম পুরন না হওয়ায় সভা হয়নি। নৈশ প্রহরীরা বিল-বেতন ছাড়াই অনেক দিন ধরে কষ্ট করছে বলে বেতন দিতে লিখিত নির্দেশ দেয়া হয়েছে। লিখিত নির্দেশ দিতে কোন প্রার্থীর কাছ থেকে একটি টাকাও নেওয়া হয়নি বলে তিনি দাবী করেন।