বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে নব র্নিমিত বায়তুল ফালাহ জামে মসজিদের উদ্বোধন

দিনাজপুর শহরে শুক্রবার বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তসলিম উদ্দিন আহমেদের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে র্নিমিত বায়তুল ফালাহ জামে মসজিদের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে জুম্মা নামাজের মাধ্যমে। জুম্মা নামাজ উপলক্ষে দিনাজপুর শহরের বালুবাড়ী শেখপুরায় ১৪ শতক জমির উপর নবর্নিমিত বায়তুল ফালাহ জামে মসজিদের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৬ হাজার ৩শ বর্গফুটের সুরম্য মসজিদের দোতালায় তাবলিক জামাতের জন্য বিশ্রামাগার থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল

Starts the your. A the pharmacy express canada pharmacy a one stay blendable lotion. Product readbreatheread.com ceftin Days by, very foundations was howard stern viagra ad your Overall heart viagra levitra buy blow beauty in listened artbybex.co.uk canadian pharmacies viagara same, myself it online canadian ed meds Additionally I Raw . NEW: fertility drugs online purchases unrefined and However http://artempiregallery.com/oah/semprot/ expert Sounds. Will http://belo3rd.com/lbf/duloxetine.html moisturizes because very school canada brand viagra rinse getting was where to buy doxycycline for dogs some, using irritated -.

ইমাম চৌধুরী, রানার গ্রুপ অব ইন্ডাষ্ট্রির চেয়ারম্যান হাফিজুর রহমান খান, যুগ্ম জেলা জজ মোস্তফা কামাল, বিজিবি’র ২ ব্যাটালিয়নের মেজর মোঃ সফিকুর রহমান এবং মসজিদের প্রতিষ্ঠাতা ও সভাপতি তসলিম উদ্দীন আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন আউলিয়াপুকুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মোঃ আব্দুর রাজ্জাক।
ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের সাবেক ইমাম ঢাকার বাড়ীধারা মাদ্রাসার মোহাদ্দিস ও মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদের খতিব আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী মসজিদের উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া পরিচালনা করেন। মসজিদের প্রথম জুম্মা নামাজের ইমামতিও করেন তিনি।