
দিনাজপুর প্রতিনিধিঃ ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস । নিরাপদ মাতৃত্ব দিবসে মহিলা পরিষদের নেতৃবৃন্দের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ। মাতৃত্ব নিরাপদ করার জন্য গর্ভকালীন, প্রসবকালীন, এবং প্রসব-পরবর্তীকালে পরিবার, সমাজ, অর্থনৈতিক ,শিক্ষাগত, দৃষ্টিভঙ্গিগতভাবে সচেতন থাকতে হবে। মাতৃমৃত্যুর প্রধান কারন বাল্য বিবাহ । বাল্য বিবাহ রোধ করা হলে মাতৃমৃত্যুর হার অনেকাংশে কমে যাবে। একটি সুস্থ্য শিশুর জন্য সুস্থ্য মায়ের জন্য সামাজিক সচেতনতা ও পুরুষের দৃষ্টিভঙ্গির পরির্বতনের প্রতি জোর দিতে হবে।
গতকাল বুধবার বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নিউটাউন পাড়া কমিটি নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন। উক্ত সভায় উপরোক্ত বক্ত্যব দেন নুরুননাহার বেগম সম্পাদক সমাজকল্যান উপ-পরিষদ। এছাড়াও আরো বক্ত্যবদেন, কানিজ রহমান -সভাপতি, মারুফা বেগম- সাধারণ সম্পাদক ,মনোয়ারা সানু -সহ সাধারণ সম্পাদক, জিন্নুরাইন পারু -সম্পাদক লিগ্যাল এইড উপ-পরিষদ জেলা কমিটি। সভায় সভাপতিত্ব করেন সুফিয়াবেগম-সভাপতি নিউটাউন ।
নিরাপদ মাতৃত্ব দিবস এ বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ দিনাজপুর জেলার সুইহারি এলাকার খালপাড়া গ্রামের নিবাসী রফিকুলের কন্যা রুবিনা ৮ম শ্রেণীর ছাত্রী বাল্য বিবাহ হচ্ছে খবর পেয়ে বাল্য বিবাহ বন্ধ করতে সেখানে যান এবং রুবিনা মাতা- পিতা ও এলাকাবাসীর সাথে
কথা বলে প্রশাসনের সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ করেন।। এ সময় রুবিনার বাড়িতে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক মারুফা বেগম , সহ সাধারণ সম্পাদক মনোয়ারা সানু , লিগ্যাল এইড উপ-পরিষদ সম্পাদক জিন্নুরাইন পারু প্রমুখ।