
জিন্নাত হোসেন : দিনাজপুরে ‘‘পথ যেন হয় শন্তির, মৃত্যুর নয়’’ এই শ্লোগান নিয়ে নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখা জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ‘‘পথ যেন হয় শন্তির, মৃত্যুর নয়’’ এই শ্লোগান নিয়ে শহরে মানববন্ধন কর্মসূচী পালন করে। নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সভাপতি সনদ চক্রবর্তী লিটু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সদস্য অধ্যাপক জলিল আহমেদ, বাবলা দত্ত, শামীম রাজা, এরশাদ মোল্লা, তারিকুজ্জামান তারেক প্রমুখ।
মানববন্ধন কর্মসূচী শেষে এক বর্ণাঢ্য র্যালী দিনাজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।