বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে নিরাপদ সড়ক যোগাযোগের স্বার্থে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ

জিন্নাত হোসেন : নিরাপদ সড়ক যোগাযোগ অক্ষুন্ন রাখার স্বার্থে দিনাজপুর শহরের হাইওয়ে বাইপাশ সড়কে অবৈধভাবে স্থাপনা অপসারনের জন্য নোটিশ প্রদান করেছেন সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী কার্যালয়।

দিনাজপুর সওজ বিভাগের এর উপ-বিভাগীয় প্রকৌশলী কার্যালয় সুত্রে জানা যায়, দিনাজপুর শহরের শেখপুরা বিশ্বরোড সংলগ্ন বাইপাশ সড়কের সিড়ি এনজিও এর পাশে সওজ এর সরকারী জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করছে। ইতিপুর্বে অত্র দপ্তরের ২৮৭/২ (২) স্মারকে জানানো হয়েছে সরকারী জায়গায় ঘর নির্মাণ না করার জন্য বাধা প্রদান করা হয়েছে। বাধা প্রদানে সাময়িক বন্ধ রাখার পর পুনরায় বাধা নিষেধ অমান্য করে ঘর নির্মাণ করছেন। যা জনস্বার্থ পরিপন্থি এবং হাই ওয়ে এ্যাক্ট ১৯৯৪ অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ। এমতাবস্থায় আগামী ৭ দিনের মধ্যে সরকারী জায়গা হতে অবৈধ ভাবে নির্মানাধীন স্থাপনা নিজ খরচে সরিয়ে নেওয়ার জন্য দিনাজপুর সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শহরের উত্তর শেখপুরা এলাকার মোঃ রুস্তম আলীকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ প্রদান করেছে। নোটিশে জানান হয় ৭ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে অন্যথায় নিরাপদ সড়ক যোগাযোগ অক্ষুন্ন রাখার স্বার্থে ও সরকারী ভু-সম্পদের সরকারের অধিকার নিরংকুশ করতে বিধি মোতাবেক সরকারী সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মানের জন্য মোঃ রুস্তম আলী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love