মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে নিরা সংস্থার উদ্যোগে ৭ দিন ব্যাপী নার্সারী ও বনয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি:‘‘কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ জোরদারকরণ প্রকল্পের আওতায় দিনাজপুর সদরের গোপালগঞ্জস্থ নিরার শিক্ষা সহায়ক কেন্দ্রে যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর সদর উপজেলার বাস্তবায়নে ও নীডি ইনডাসট্রিয়াস ওয়েলফেয়ার অব রুরাল এসোসিয়েশনের (নিরা) সহযোগিতায় শুরু হলো ৭দিন মেয়াদী নার্সারী ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স’’।

২৫ ডিসেম্বর বুধবার সকালে নিরা শিক্ষা সহায়ক কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান। উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, নিরা’র নির্বাহী পরিচালক এম.কে. সোহেল রানা, স্থানীয় সমাজসেবক আলহাজ্ব খতিব উদ্দিন আহাম্মেদ, নিরা সংস্থার প্রজেক্টর কো-অর্ডিনেটর এ,কে,এম সুরুজ্জামান। উক্ত প্রশিক্ষণে প্রায় ৩০ জন পুরুষ ও যুব মহিলা অংশগ্রহণ করছে। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন অধিপ্তরের মোঃ আশরাফুল আলম।

Spread the love