বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কায় চালক নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় মোঃ বাবুল মিয়া (৪৫) নামে এক ট্রাক চালক নিহত।

 

নিহত ট্রাক ড্রাইভার বাবুল মিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ঘাটাশিয়া গ্রামের গোলাপ মিয়ার পুত্র।

 

এসময় ট্রাকে থাকা আরও দুইজন আহত হয়। আহতদের দুইজন জামিল হোসেন ও আহমেদ হোসেনকে  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।DINAJPUR ACCIDENT DEAD pic-1DINAJPUR ACCIDENT DEAD pic-2

 

বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া ও ভবানীশাহ এর মাঝখানে এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান জানায়, বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জ ছেড়ে আসা একটি ট্রাকটি (ঢাকা মেট্রো-ড- ১৪-২৩৫৫) দিনাজপুর আসছিল। সকালে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া ও ভবানীশাহ আসার পর নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক চালক বাবুল মিয়া মারা যায়।

Spread the love