বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে দিনাজপুরগামী নৈশ্য কোচ নাবিল পরিবহন দিনাজপুরের সদর উপজেলার জালিয়াপাড়ায় দুর্ঘটনায় কবলিত হলে ২০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী নৈশ্য কোচ নাবিল পরিবহন (ঢাকা-মেট্রো ট-১৪-৩৬৫২) এর বাসটি সদর উপজেলার জালিয়াপাড়ায় দাড়িয়ে থাকা গাছের গুড়ি বোঝাই একটি ট্রাক্টরকে পিছন দিক থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রন হারিয়ে কোচটি পার্শ্বের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ২০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে রুমা বেগম (২৪), রায়হান (১৮), ফারুক (২৫), বিনোদ কুমার (২৮)কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও রইস উদ্দীন (৪৫), লায়লা বানু (২০), কায়সার আলী (২৪), মিজান (২০), খোকন (২৫), করিমুল (২৮), আয়শা (২৩)কে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাকী যাত্রীরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসটিকে উদ্ধার করেন।