
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরে গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। গত ৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে দিনাজপুর শহরের জেল রোডস্থ দিনাজপুর উচ্চ বিদ্যালয় চত্বরে তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা কিমসে ইয়োকমু’র অর্থায়নে বাংলাদেশ ফিল্ড অফিসের ব্যবস্থাপনায় এবং দিনাজপুরের স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশা’র আয়োজনে শহরের ৪ শত গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর মাংস বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রতিনিধি মিঃ ইসমাইল, আসাই বাংলাদেশ ফিল্ড অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ এহতেসামুল হক, প্রত্যাশার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম প্রমুখ।