
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হল জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজিত জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় দিনাজপুর সদরের উত্তর গোবিন্দপুর পবিস-১ কার্যালয়ে আলোচনা সভায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম। ‘‘জ্বলছে আলো চলছে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’’ শ্লোগানকে সামনে রেখে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি গোলাম হামিদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব মোঃ জুলফিকার হোসেনসহ কর্মকর্তাবৃন্দ। এর আগে বেলুন, ফেস্টুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করা হয়।