বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে পল্লী উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : গতকাল সোমবার রাজবাটীস্থ বেসরাকরি সংস্থা দিনাজপুর পলস্নী উন্নয়ন প্রচেষ্টা (ডি,পি,ই্উ,পি)’র উদ্যোগে দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় পল্লী উন্নয়ন প্রচেষ্টা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সরদার। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক রনজিৎ কুমার সরকার, ডিপিইউপি প্রকল্প সমন্বয়কারী অশোক চৌধুরী, প্রোগ্রাম অফিসার সন্দী রায় বাপ্পা, হিসাব কর্মকর্তা রিজা বিশ্বাস ও প্রতিষ্ঠাতা সদস্য সুমন দে।

আগত দুঃস্থদের চিকিৎসা ও ব্যবস্থাপনা পত্র প্রদান করেন মেডিকেল অফিসার চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে   এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডাঃ নাজনীন সুলতানা। এ ছাড়া অন্যান্যদের মধ্যে ৬জন নার্সসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারউিপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রায় ৫০ জন দুঃস্থ্য রোগীকে চিকিৎসা প্রদানসহ বিনা মূল্যে ঔষধ বিতণ করা হয়।

Spread the love