
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
আজ শুক্রবার সকাল থেকে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুর সদর উপজেলা ও পৌরসভা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, বর্তমান সরকারের সময় সব ধরনের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান আনন্দমুখর পরিবেশে পালন করছেন। শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রকে প্রসারিত করে ধর্ম যার যার উৎসব সবার এই চেতনাকে সমৃদ্ধ করেছেন।
হুইপের সাথে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দুঃস্থ্য ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন।