
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরে পুলহাট স. প্রা. বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল’র খাবার বিতরণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ) তৌফিক ইমাম।
১৯ অক্টোবর রবিবার সকাল ১০ টায় শহরের পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত মিড ডে মিল’র খাবার পরিবেশনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন, পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রণজিৎ কুমার দাস, অভিভাবক সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, আতিকা বেগম, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মিড ডে মিল ২০১২ সালের ৪ ফেব্রুয়ারী হতে অদ্যবধি চালু রেখেছে। এজন্য রংপুর বিভাগীয় পর্যায়ে শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে অত্র স্কুল প্রথম স্থান অধিকার করেছে।