পুলিশী বাধার মুখে দিনাজপুরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচী সফল করতে পারেনি বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মূল দল বিএনপি’র জেলা কমিটির বাদ দিয়ে (বয়কট করে) বৃহস্পতিবার সকালে জেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে দিনাজপুর বিএনপির পৌর ও যুবদলের নেতাকর্মীরা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর পৌরসভার সামনের রাস্তায় পৌছালে বাধা দেয় কোতয়ালী থানা পুলিশ। এতে পুলিশের বাধা পেরিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী করতে পারেনি তারা। তবে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপির একটি কপি তুলে দেয় জেলা প্রশাসকের নিকট। পরে বিএনপি’র নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে তাদের কর্মসূচীর সমাপ্তি ঘটায়।
দিনাজপুরে পুলিশী বাধায় সফল হয়নি বিএনপির ঘেরাও কর্মসূচী
Please follow and like us: